প্রতিটি শিশুই প্রকৃতিগতভাবে সৃজনশীল। তারা নিজেরাই এক একজন ক্ষুদে উদ্ভাবক। তাদের সৃজনশীলতাকে আরো শাণিত করতে অভিভাবক হিসেবে নিচের কাজগুলো করতে পারেন আপনি।

১. বাইরে ঘুরতে নিয়ে যান: 

আপনার সন্তানকে বাইরে ঘুরতে নিয়ে যান। এতে ওর ভিতরে জানার কৌতুহল বাড়বে। আর এই জানার আগ্রহ ওর সৃজনশীলতাকে উসকে দিবে।

২. ভালো কাজে বাহবা দিন: 

আপনার সন্তান কোনো ভালো কাজ করলে, সেটার প্রশংসা করুন। এতে ও কাজের প্রতি উৎসাহ পাবে।

৩. ফ্রি টাইম: 

নিয়মের ছকে না বেঁধে আপনার সন্তানের নিজের জন্য নিজস্ব সময় বরাদ্দ করুন। তাহলে ও নিজের মতো চিন্তাভাবনা করার সময় পাবে। সমস্যার সমাধান নিজেই বের করতে পারবে।

৪. পছন্দ নিজেকেই করতে দিন: 

আপনার সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। ও নিজের পছন্দ নিজেকেই করতে দিন। এতে কাজের প্রতি ওর আগ্রহ বাড়বে।

৫. উদাহরণ দিয়ে বোঝান:  বাবা-মাকে দেখে শিশুরা সৃজনশীল হতে শেখে। তাই, কোনো ক্রিয়েটিভ কাজ করার সময় সন্তানকেও সাথে রাখুন। এটি আপনার সন্তানের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে।

৬. ছবি আঁকতে উৎসাহ দিন: 

এক গবেষণায় দেখা গেছে, যেসব বাবা-মা তাদের সন্তানদের ছবি আঁকতে দিয়েছেন, তাদের সৃজনশীল প্রতিভা অনেক বেড়েছে। তাই, আপনার সন্তানের সৃজনশীল হিসেবে গড়ে তুলতে ওকে ছবি আঁকতে উৎসাহিত করুন।

তথ্যসূত্রঃ মা ও শিশুর স্বাস্থ্যবার্তা