লক্ষণঃ

১। মাথা ব্যথা, জ্বর, দুর্বলতা, খাবারে অরুচি ইত্যাদি দেখা দেয়।

২। শরীরে ঘামাচির মতো উঠে।

৩। সেগুলো বড় হতে থাকে।

৪। ভেতরে পানি জমতে শুরু করে।

৫। পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

৬। এগুলো পরে শুকিয়ে ঝরে পড়ে।

জলবসন্ত রোগে করণীয়ঃ

১। এটি ছোঁয়াচে রোগ, তাই আক্রান্ত রোগীকে অন্যদের থেকে আলাদা রাখুন।

২। কোন অবস্থাতেই রোগীকে ফোস্কা চুল্কাতে দিবেন না।

৩। রোগীকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

৪। ত্বক সজীব ও পরিষ্কার রাখতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে রোগীকে নিয়মিত ঠাণ্ডা ভেজা কাপড় দিয়ে ত্বক মুছে দিন কিংবা পানিতে গোসল করান।

৫। ফোস্কা শুকিয়ে গেলে শুকনো চামড়ায় জীবাণু থেকে যায়, তাই সংক্রমণ রোধে এ সময় অধিক সতর্কতা অবলম্বন করুন।

৬। রোগীর খাবার থালা-বাসন, কাপড়, ব্যবহার করা তোয়ালে ইত্যাদি আলাদা করে রাখুন।

৭। জলবসন্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিন।