আপনার সন্তান যদি জেদ করে, কথা না শুনে কিংবা দুষ্টুমি করে

তাহলে, তাকে আচ্ছামত বকাঝকা করুন, পারলে ভালোভাবে পিটানিও দেন। এতে সে বুঝে যাবে ভুল করা অন্যায় এবং ভুল করা যাবেনা।

সে বড় হয়ে পরবর্তীতে অন্য মানুষকেও ভয় কিংবা পেশীশক্তি দিয়ে তাঁর ভুল ধরিয়ে দিবে।

এমনকি আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন এবং ভুল করবেন তখন আপনার সামনেই আপনাকে ভুল ধরবে এবং আপনাকে অপমানিত করবে।

অথবা

তাকে অনেক ভালোবাসা দিন। ভুল করলে তাকে বোঝান। সে যতবার ভুল করবে ধৈর্য সহকারে তাকে ততবার বোঝান। এতে সে আস্তে আস্তে তার ভুলগুলো শুধরে নেবে।

সে বড় হয়ে অন্যের ভুল বুদ্ধি এবং আলোচনার মাধ্যমে শোধরানোর চেষ্টা করবে।

এমনকি আপনি যখন বৃদ্ধ হবেন এবং ভুল করবেন তখনও সে সম্মানের সহিত আপনার ভুলগুলো মেনে নিবে।

চয়েজ ইজ ইয়োরস!