করোনাভাইরাস আতঙ্কে মায়ের দুধ খাওয়ানো বা মায়ের ত্বকের স্পর্শ (ক্যাঙ্গারু মাদার কেয়ার) থেকে শিশুকে বঞ্চিত করা যাবেনা। এমনকি মা কোভিড-১৯ এ আক্রান্ত হলেও কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে শিশুর সংস্পর্শে আসতে পারবেন।

১. শিশুকে স্পর্শ করার আগে এবং শিশুকে দুধ খাওয়ানোর আগে ও পরে ভালো করে সাবান ও পানি দিয়ে (অন্তত বিশ সেকেন্ড), অথবা অ্যালকোহল যুক্ত হ্যান্ডরাব দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে।

Boy Carrying and Kissing Baby Sitting on Chair

২. সবসময় মাস্ক পরতে হবে বিশেষত, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সময়।

৩. শ্বাস- প্রশ্বাস বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৪. যেসব জায়গা আক্রান্ত মায়ের সংর্স্পশে এসেছে সেসব স্থান নিয়মিতভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

তথ্যসূত্র: ইউনিসেফ।