স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দেশজুড়ে জেলায় জেলায় চালু হল এই টীকাকরণ কর্মসূচি। কি এই রোটা ভাইরাস? রোটা ভাইরাস হল এক ধরনের সংক্রামক ভাইরাস, যা শিশুদের ডায়রিয়া রোগ সৃষ্টি করে, এই ভাইরাস মূলত পায়খানা, দূষিত জল থেকে ছড়ায়। এই ভাইরাস আক্রান্ত শিশুর চিকিৎসা দ্রুত না করা হলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। রোটা ভাইরাস দ্বারা শিশুর ডায়রিয়া প্রতিরোধের জন্য জাতীয় টীকাকরণ কর্মসূচিতে এই টীকা এবার থেকে শিশুর জন্মের পর ৬, ১০ এবং ১৪ সপ্তাহে স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হবে। এই টীকা ২.৫ মি.লি. মাত্রায় মুখে খাওয়ানো হয়।